Sukanta Majumdar: অনুব্রতকে কটাক্ষ সুকান্তর, বললেন, ‘নিশ্চিন্তে থাকুন কমিশন যা করার করবে’
তিনি নববধূদের আশ্বাস দিচ্ছেন। বলেন, "এখানকার বৌ হয়ে এসেছেন, তাঁদের মা বাবাদের নাম ২০০২ থাকলে নিশ্চয় পেয়ে যাবেন। ভয়ের কোনও কারণ নেই। আমাদের লোক আছে। নিশ্চয়ই লিস্টে নাম তুলে দেবেন।" তবে সুকান্ত কটাক্ষ করে বলেছেন, "উনিও ভেবেছিলেন ঢুকবেন না, তবে যেখানে ঢোকার ঢুকে তো গেছেন। তো ওঁকে বলব উনিও যেন নিশ্চিন্তে থাকেন। কমিশন যা যা করার তাই করবে।"
SIR চলছে। কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি আছে। কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে। বহুক্ষেত্রে সেই বিভ্রান্তি কেটে যাচ্ছে। আবার সুযোগ বুঝে তাঁরা অভয় দিচ্ছেন। যেমন অনুব্রত মণ্ডল। তিনি নববধূদের আশ্বাস দিচ্ছেন। বলেন, “এখানকার বৌ হয়ে এসেছেন, তাঁদের মা বাবাদের নাম ২০০২ থাকলে নিশ্চয় পেয়ে যাবেন। ভয়ের কোনও কারণ নেই। আমাদের লোক আছে। নিশ্চয়ই লিস্টে নাম তুলে দেবেন।” তবে সুকান্ত কটাক্ষ করে বলেছেন, “উনিও ভেবেছিলেন ঢুকবেন না, তবে যেখানে ঢোকার ঢুকে তো গেছেন। তো ওঁকে বলব উনিও যেন নিশ্চিন্তে থাকেন। কমিশন যা যা করার তাই করবে।”
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

