Sukanta Majumder: ‘কুকুরকে ঘি খাওয়ানোর মতো’, CPIM নিয়ে কথা বলতে গিয়ে কেন এমন বললেন সুকান্ত?
BJP-CPIM: তৃণমূল জমানায় বাংলা থেকে শিল্প বিদায় নিয়েছে, দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বিজেপি আসলে আবার শিল্প আসবে, সিঙ্গুরে ফিরিয়ে আনা হবে টাটাদের, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একইসঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের আরেক বিরোধী দল সিপিআইএমের কী তফাত, তাও বুঝিয়ে দিলেন।
তৃণমূল জমানায় বাংলা থেকে শিল্প বিদায় নিয়েছে, দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বিজেপি আসলে আবার শিল্প আসবে, সিঙ্গুরে ফিরিয়ে আনা হবে টাটাদের, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একইসঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের আরেক বিরোধী দল সিপিআইএমের কী তফাত, তাও বুঝিয়ে দিলেন। সুকান্ত মজুমদার বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর প্রকৃতির বাইরে গিয়ে কাজ করেছেন। যে পার্টি ৩০ বছর ধরে স্লোগান দিয়ে এসেছে যে টাটাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, বিড়লাদের হাত ভেঙে দাও। লাল ফিতে দিয়ে একের পর এক শিল্প বন্ধ করে দিয়েছে। তারা শিল্প চাইলে কী হবে? এটা কুকুরকে ঘি খাওয়ানোর মতো হবে। আমরা তো ওরকম বলি না। সিপিএম মনে করে, শ্রমিক শক্তি মালিক পক্ষের বিরোধী।”