Sukanta Majumder: সুকান্তের মুখে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’
আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ থেকে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’-এর ডাক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, ‘‘যেভাবে পাকিস্তান পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরের বদলা পেয়েছিল, সেভাবেই বাংলার মাটি থেকে তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে মোদীজির নেতৃত্বে।’’ মঞ্চ থেকে সুকান্ত বলেন, “মা-বোনেদের সিঁদুর যেভাবে মুছে দিয়েছিল পাকিস্তান, মোদীজির সেনারা যেভাবে তার বদলা নিয়েছে, তেমনি এবার […]
আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ থেকে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’-এর ডাক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, ‘‘যেভাবে পাকিস্তান পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরের বদলা পেয়েছিল, সেভাবেই বাংলার মাটি থেকে তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে মোদীজির নেতৃত্বে।’’
মঞ্চ থেকে সুকান্ত বলেন, “মা-বোনেদের সিঁদুর যেভাবে মুছে দিয়েছিল পাকিস্তান, মোদীজির সেনারা যেভাবে তার বদলা নিয়েছে, তেমনি এবার বাংলায় মোদীজির সৈনিকরা অপারেশন পশ্চিমবঙ্গ চালাবে।”
সুকান্তর এই ‘অপারেশন’ মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
দেখুন ভিডিয়ো