Sunny Deol: কেন ফিল্ম ফেস্টিভ্যালে কেঁদে ফেলেন সানি দেওল?

Sunny Deol: কেন ফিল্ম ফেস্টিভ্যালে কেঁদে ফেলেন সানি দেওল?

Nandan Paul

|

Updated on: Dec 12, 2023 | 7:25 PM

Bollywood Gossips: গদর ২ বিপুল সাফল্যে পেয়েছে। সানি দেওল আবার খবরের শিরোনামে। কিন্তু তখনই সর্বসমক্ষে হাউহাউ করে কেঁদে ফেললেন সানি। কেন?

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (International Film Festival of India) মঞ্চে ঝরঝর করে কেঁদে ফেলেন সানি দেওল (Sunny Deol)। তাঁর সিনেমার কেরিয়ারের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সানি। তিনি বলেন তাঁর বেশ কিছু ছবি চলেছে, অনেক ছবি চলেনি। সেই সব ছবির জন্য তিনি এখন এই জায়গায় দাঁড়িয়ে।

তারকা পরিবারের সন্তান হলেও ভাল ছবির অফার পেতে কালঘাম ছুটেছে সানি দেওলের। ‘গদর’ এর পর দীর্ঘদিন ভাল ছবি পাননি সানি। সানি বলেন স্টার হতে নয় অভিনয় করতেই তিনি সিনেমায় আসেন। এ বিষয়ে পরিচালক রাজ কুমার সন্তোষীর মত ইন্ডাস্ট্রি পাশে থাকেনি সানির। কিন্তু ঈশ্বর পাশে ছিলেন। ‘গদর টু’ এর সাফল্যের পর বহু ছবির অফার আসছে সানি দেওলের। ‘১৯৪৭ লাহোর’ এর মুখ্য চরিত্র সানি। ‘রামায়ণ’ এ তিনি হনুমানের ভূমিকায় অভিনয় করবেন।