Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunny Leone Car: সানি লিওনের পছন্দের গাড়ি!

Sunny Leone Car: সানি লিওনের পছন্দের গাড়ি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 5:24 PM

সানি লিওনের কাছে আছে বিলাসবহুল গাড়ি। তাঁর গ্যারাজে আছে মাসেরাতি, এমজি গ্লস্টার,বিএমডাব্লিউ এবং অডি। তবে তাঁর প্রিয় গাড়ির বয়স ৬০ বছরের বেশি পুরনো। সনি লিওন চেয়েছিলেন ১৯৫৭ সালের Porsche 356 speedster convertible গাড়ির।

সানি লিওনের কাছে আছে বিলাসবহুল গাড়ি। তাঁর গ্যারাজে আছে মাসেরাতি, এমজি গ্লস্টার,বিএমডাব্লিউ এবং অডি। তবে তাঁর প্রিয় গাড়ির বয়স ৬০ বছরের বেশি পুরনো। সনি লিওন চেয়েছিলেন ১৯৫৭ সালের Porsche 356 speedster convertible গাড়ির।
এই গাড়িতে আছে ২টি দরজা। গাড়িটির ইঞ্জিন আছে পেছনের দিকে। এই গাড়িটির দাম ১৯৫৬ সালে ছিল প্রায় ২,৪৫,৬০২ টাকা। সানি লিওনের কাছে মাসেরাতির বেশ কয়েকটি গাড়ি আছে । Maserati Ghibli প্রতি ঘণ্টাতে ২৬৭ কিমি যেতে পারে। বিএমডাব্লিউ 7 সিরিজের গাড়িতে আছে ৬ লিটারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের হর্সপাওয়ার ৫৫৪। গাড়িটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫০ কিমি। গ্যারাজের জন্য খরচ হয়েছে ১.৯৩ কোটি টাকা। Audi A5 গাড়িতে ৫ জন বসতে পারে। ২ লিটারের ডিজেল ইঞ্জিন আছে। এই গাড়ির হর্সপাওয়ার ১৮৮। এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ২৩৫ কিমি । গাড়িটির দাম ৬০ লাখ টাকা থেকে শুরু। MG Gloster গাড়িটির দাম ৩৮ লাখ টাকা থেকে শুরু। এই গাড়িতে ২ লিটারের ডিজেল ইঞ্জিন।

Published on: Jul 06, 2023 05:23 PM