Sushmita Sen: সুস্মিতার সেই বিখ্যাত হাসির নেপথ্যে কে?

| Edited By: Tapasi Dutta

Nov 25, 2023 | 7:20 PM

সুস্মিতা সেন ছোটবেলায় টেলিভিশনে দেখেন রাকেশ শর্মার মহাকাশ যাত্রার খবর। মহাকাশচারী রাকেশ শর্মার ওই ঘটনা তাঁকে উদ্বুদ্ধ করে এমন কিছু করে দেখানোর যা সারা দুনিয়ায় তাঁকে বিখ্যাত করবে। সেই থেকেই সুস্মিতা তাগিদ পান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় লড়াই করার। মিস ইউনিভার্সের বিজয়ের মুহূর্তে সুস্মিতার সেই হাসির নেপথ্যে ছিলেন একজন পুরুষ। তিনি আর কেউ নন রাকেশ শর্মা।

সুস্মিতা সেন ছোটবেলায় টেলিভিশনে দেখেন রাকেশ শর্মার মহাকাশ যাত্রার খবর। মহাকাশচারী রাকেশ শর্মার ওই ঘটনা তাঁকে উদ্বুদ্ধ করে এমন কিছু করে দেখানোর যা সারা দুনিয়ায় তাঁকে বিখ্যাত করবে। সেই থেকেই সুস্মিতা তাগিদ পান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় লড়াই করার। মিস ইউনিভার্সের বিজয়ের মুহূর্তে সুস্মিতার সেই হাসির নেপথ্যে ছিলেন একজন পুরুষ। তিনি আর কেউ নন রাকেশ শর্মা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানিয়েছেন এই কথা। তিনি বলেন তখন তাঁর মনে হয়েছিল সারা ব্রহ্মাণ্ড যেন হাতের মুঠোয়। মুহূর্তে মনে পড়ে গিয়েছিল রাকেশ শর্মার মুখটা। ওটিটি প্লাটফর্মে একের পর এক অভিনয়ের জন্য তিনি প্রশংসা পাচ্ছেন। ‘আরিয়া’ র প্রতিটি সিজন সফল। ‘তালি’তেও দুর্দান্ত সফল সুস্মিতা সেন। সম্প্রতি তাঁর বুকে অস্ত্রোপচার হয়েছে। তারপর স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেত্রী।