Nandigram: ‘আপনারা যা করছেন, তার ফল ভুগতে হবে’, পুলিশকে আর কী কী বললেন শুভেন্দু?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 27, 2025 | 10:39 PM

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন তৃণমূলের তরফ থেকে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে। একটি টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করা হচ্ছিল। তাতেই বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলকর্মীরা।

সাত সকালে থানায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় গিয়ে শুভেন্দু বলে এসেছেন, ‘আপনারা যা করছেন, তার ফল ভুগতে হবে।’ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে এদিন থানায় হাজির হন শুভেন্দু। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া ও ট্যাবলোতে ভাঙচুর চালানোর অভিযোগে ও বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় শুক্রবার। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন তৃণমূলের তরফ থেকে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে। একটি টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করা হচ্ছিল। তাতেই বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলকর্মীরা।

Published on: Dec 27, 2025 10:24 PM