Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু, প্রসঙ্গ তুললেন শাহজাহানের

Jan 10, 2026 | 6:05 AM

তিনি বলেন, "নন্দীগ্রামের বিজেপির কার্যালয় পুলিশ গিয়ে তছরুপ করেছে। লোকসভা ভোটের সময় আমার কোলাঘাটে আমার অফিসে পুলিশ রেইড করেছিল। তিনি আরও বলেন, "কালকে যা করেছেন এটা অবৈধ, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতাও তাই করেছেন। তাই শাহজাহানকে গুণ্ডা বললে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গুণ্ডি বলব।"

ইডি বনাম মুখ্যমন্ত্রী। আইপ্যাকে তল্লাশি নিয়ে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “নন্দীগ্রামের বিজেপির কার্যালয় পুলিশ গিয়ে তছরুপ করেছে। লোকসভা ভোটের সময় আমার কোলাঘাটে আমার অফিসে পুলিশ রেইড করেছিল। তিনি আরও বলেন, “কালকে যা করেছেন এটা অবৈধ, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতাও তাই করেছেন। তাই শাহজাহানকে গুণ্ডা বললে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গুণ্ডি বলব।”