কত নাম বাদ গেল? কী হিসেব দিলেন শুভেন্দু
Suvendu Adhikari: শুভেন্দুর দাবি, ঠিকঠাক এসআইআর হলে ১ কোটি ৩০ লক্ষ নাম বাদ যাওয়া উচিৎ ছিল। কিন্তু বাংলায় সঠিকভাবে হচ্ছে না। তবু ১ কোটির কাছাকাছি নাম বাদ পড়বে বলে মনে করা হচ্ছে। ৪১ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার মিলিয়ে ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো নাম বাদ যাবে। এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভোটার লিস্টে ওই সব ভুয়ো নাম রেখে দেওয়া হয়েছে। যারা এই কারচুপি করেছে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেন শুভেন্দু।
বিরোধী দলনেতার দাবি, ইআরও-দের নেতৃত্বে মুখ্যসচিবের উদ্যোগে ভুয়ো নাম রেখে দেওয়া হয়েছে। বাবাকে শ্বশুর, শ্বশুরকে যে বাবা বানানো হয়েছে, তার ব্যবস্থা নেওয়া হবে। বাংলায় যে এসআইআর সঠিকভাবে হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।