Suvendu Adhikari: ‘আপনাদের একটা ভাল খবর দেব…’, কী বললেন শুভেন্দু?
BJP Leader: শুভেন্দু বলেন, "আর একটা ভাল খবর দেব। আজ মুম্বইতে কর্পোরেশনের ভোট ছিল। একজন বাঙালি তনয়া আমাদের দিদি-বোন মুম্বই কর্পোরেশনে ৭,৭০৫ ভোট পেয়ে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন।"
চাকদহে পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বেলডাঙায় ভাঙচুর, জাতীয় সড়ক ভাঙচুর, ট্রেন ভাঙচুর, পাথর বৃষ্টি করেছে। এক মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন। রক্তপাত হয়েছে। আমি দোষীদের শাস্তি চাই। আর একটা ভাল খবর দেব। আজ মুম্বইতে কর্পোরেশনের ভোট ছিল। একজন বাঙালি তনয়া আমাদের দিদি-বোন মুম্বই কর্পোরেশনে ৭,৭০৫ ভোট পেয়ে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন।”