বিশেষ দলের উপর হামলার আশঙ্কা শুভেন্দুর, বড় পদক্ষেপ নেবে কমিশন?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 30, 2025 | 8:31 PM

Suvendu Adhikari: কেন্দ্রবিন্দুতে দাপুটে নেতা জাহাঙ্গির খানের নাম। কমিশনের যে  বিশেষ টিম ফলতায় পৌঁছেছে, তাঁদের ওপর হামলার আশঙ্কা করছেন শুভেন্দু। জাহাঙ্গির ৩০০ মহিলা জড়ো করেছেন বলে দাবি শুভেন্দুর।  সেক্ষেত্রে মাথা পিছু মহিলাদের ৫০০ টাকা দিয়ে হামলার ছক কষেছেন। শুভেন্দুর দাবি, জিপি অফিসের উপরেই ব্যাঙ্কয়েট হলে জড়ো হয়েছেন।

কলকাতা: ফলতায় উঠেছে মৃত ভোটারদের নাম তালিকায় তোলার অভিযোগ। কমিশনের কাজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফলতায় পৌঁছেছে কমিশনের ১৩ সদস্যের স্পেশ্যাল টিম। অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে  একটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তাতেও কেন্দ্রবিন্দুতে দাপুটে নেতা জাহাঙ্গির খানের নাম। কমিশনের যে  বিশেষ টিম ফলতায় পৌঁছেছে, তাঁদের ওপর হামলার আশঙ্কা করছেন শুভেন্দু। জাহাঙ্গির ৩০০ মহিলা জড়ো করেছেন বলে দাবি শুভেন্দুর।  সেক্ষেত্রে মাথা পিছু মহিলাদের ৫০০ টাকা দিয়ে হামলার ছক কষেছেন। শুভেন্দুর দাবি, জিপি অফিসের উপরেই ব্যাঙ্কয়েট হলে জড়ো হয়েছেন।