Mukul Roy: মুকুল রায়ের পর কারা… ‘তালিকা’টা বলে দিলেন শুভেন্দু
Mukul Roy: দলত্যাগবিরোধী আইনে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। পিএসি চেয়ারম্যান পদ নিয়ে মামলা করেছিলেন অম্বিকা রায়। দুটি মামলাই গ্রহণযোগ্য বলে মনে করেছে কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই খারিজ হয়ে গিয়েছে মুকুলের পদ।
দীর্ঘদিনের রাজনীতিক মুুকুল রায়। একসময় তাঁকে বাংলার রাজনীতির চাণক্য বলা হত। তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে আবার তৃণমূলে ফেরার নজির রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে রাজনীতির সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে অনেকদিন আগেই। সেই রাজনীতিক আজ বিধায়ক পদ হারিয়েছেন। আর তাতে সংবিধানের জয় দেখছেন শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী এই রায়কে একটা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীতে আর কোনও বিধায়কের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, সেই তালিকাও উল্লেখ করেছেন। শুভেন্দু আরও বলেন, “বিমান বন্দ্যোপাধ্যায় আজ বুঝে নিয়েছেন, সংবিধানই শেষ কথা বলে। দলদাস শেষ কথা বলে না।”
Published on: Nov 13, 2025 08:08 PM

