নন্দীগ্রামে বিজেপির প্রার্থী কে? নামটা বলেই দিলেন লকেট
একুশের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। যেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাব্বিশের নির্বাচনে ফের নজরে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্র। তৃণমূল ও বিজেপির প্রার্থী কারা হবেন, তা নিয়ে এখন থেকে চর্চা শুরু হয়েছে। এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দুটি দলই। শুভেন্দু অধিকারী ফের নন্দীগ্রামে প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। বিধানসভার বিরোধী দলনেতা নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু, নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর নাম কার্যত জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার হুগলিতে একটি সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবেন।" অর্থাৎ, শুভেন্দুকেই এবারও যে বিজেপি নন্দীগ্রামে প্রার্থী করছে, সেকথাই বুঝিয়ে দিলেন লকেট।
একুশের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। যেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাব্বিশের নির্বাচনে ফের নজরে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্র। তৃণমূল ও বিজেপির প্রার্থী কারা হবেন, তা নিয়ে এখন থেকে চর্চা শুরু হয়েছে। এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দুটি দলই। শুভেন্দু অধিকারী ফের নন্দীগ্রামে প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। বিধানসভার বিরোধী দলনেতা নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু, নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর নাম কার্যত জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার হুগলিতে একটি সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবেন।” অর্থাৎ, শুভেন্দুকেই এবারও যে বিজেপি নন্দীগ্রামে প্রার্থী করছে, সেকথাই বুঝিয়ে দিলেন লকেট।