Swarup Biswas: কলাকুশলীদের টাকা দিচ্ছেন না রুদ্রনীল? বিস্ফোরক স্বরূপ
"উনি কি পৌঁছতে পারতেন? সেই কারণে প্রশ্ন তাঁকে করা উচিত। উনি যে কলাকুশলীদের অপমান করছেন ওঁদের ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতেন? আর রুদ্রনীলের কাছে গত দুবছর ধরে টাকা পাচ্ছেন না ওঁর কাছে। তার কোনও ব্যবস্থা নিয়েছেন? আগে ওঁর টাকা দেওয়া উচিত।"
অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে তীব্র কটাক্ষ ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। তিনি বলেন, “রুদ্রনীলবাবু যে ধরনের কথা বলছেন আমার মনে হয় না সেই ধরনের কথা কেউ বলেন। উনি যাঁদের দ্বারা আজ দাঁড়িয়ে আছেন অভিনেতা হিসাবে। আজ যদি কলাকুশলীরা সহযোগিতা না করতেন উনি কি পৌঁছতে পারতেন? সেই কারণে প্রশ্ন তাঁকে করা উচিত। উনি যে কলাকুশলীদের অপমান করছেন ওঁদের ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতেন? আর রুদ্রনীলের কাছে গত দুবছর ধরে টাকা পাচ্ছেন না ওঁর কাছে। তার কোনও ব্যবস্থা নিয়েছেন? আগে ওঁর টাকা দেওয়া উচিত।”
বস্তুত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীরল দাবি করেন, টলিগঞ্জের কিছু লোকের দাদাগিরিতে নাকি শুটিং বন্ধ হচ্ছে। এরপরই সাংবাদিক বৈঠকে বসেন স্বরূপ।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
