Ab Meri Baari: ‘অব মেরি বারি’র চেতনাকে পাথেয় করেই এবার কলকাতায় প্রবেশ করল TATA Ace Pro
TATA Ace Pro: Tata Motors-এর VP এবং Business Head – SCV & Pickup, পিনাকি হালদার বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে, BS6-পূর্ব দামের স্তরে ফিরতে পেরেছি। সঙ্গে থাকছে এই সেগমেন্টে প্রথম AIS-096 ফ্রন্টাল ক্র্যাশ প্রোটেকশন। যা নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ।"
পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি, আগ্রা এবং লখনউয়ে সফলভাবে পথ চলার শুরু হয়েছিল আগেই। এবার কলকাতার পালা। TATA Ace Pro – Ab Meri Baari ক্যাম্পেন এবার এসে পৌঁছল কলকাতায়। ভারতের পরিশ্রমী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে তৈরি, নতুন Tata Ace Pro সাশ্রয়ী মূল্যে, নিরাপদভাবে ব্যবসা করার এক অনন্য উপায়। সেই উপলক্ষ্যে এবার কলকাতাতেও আত্মপ্রকাশ করল নতুন এই গাড়ি।
Tata Motors-এর VP এবং Business Head – SCV & Pickup, পিনাকি হালদার বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, BS6-পূর্ব দামের স্তরে ফিরতে পেরেছি। সঙ্গে থাকছে এই সেগমেন্টে প্রথম AIS-096 ফ্রন্টাল ক্র্যাশ প্রোটেকশন। যা নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ।”
MoEVing-এর MD ও CEO, বিকাশ মিশ্র বলেন, “Ace Pro EV একবার চার্জে ১৫০ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। যা শহরের লজিস্টিকসের জন্য একেবারে আদর্শ।”
Tata Capital-এর Zonal Business Head (East), বিকাশ দুবে বলেন, “প্রথমবারের গাড়ি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ অফারও। মাত্র ৮৯৯টাকা থেকে শুরু হবে EMI।”
পেট্রোল, বাই-ফুয়েল এবং ইলেকট্রিক – এই তিন ধরনের ফুয়েল অপশনে পাওয়া যাবে আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন Ace Pro। এবার গোটা ভারত বলবে ‘Ab Meri Baari।’

