ভিডিয়োতে দেখা গেল, একটি পাঞ্জাবী গানে আত্মহারা হয়ে নাচছে বাড়ির নববধূ। তাঁর নাচ দেখতে এতটাই ভিড় জমেছে যে,বেশি জায়গা নিয়ে সে নাচবে তার উপায় নেই। শ্বশুরবাড়ির সক্কলে সেখানে বসে রয়েছেন নতুন বউয়ের নাচ দেখতে। অনেকে আবার সেই নাচ মিসও করে যাচ্ছিলেন। কিন্তু শাশুড়ি ডাক দিলেন বাকি সবাইকে। তাঁরাও সেখানে হাজির হয়ে হাঁ হয়ে যায়। ইনস্টাগ্রামে @shikhatyagi2212 নামক একটি প্রোফাইল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রায় এক লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে।প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। একজন লিখেছেন,’একেই ভারতীয় সংস্কৃতি বলে’।