অ্যাডমিট জমা দেওয়া ভোটারদের ফের ডাকবে কমিশন

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 19, 2026 | 5:55 PM

 এবার সেই মাধ্য়মিকের অ্যাডমিট কার্ডকে হাতিয়ার করেই ভোটারদের শুনানিতে ডাকতে চলেছে তারা। ডিইওদের সিইও দফতর নির্দেশ দিয়েছে, যে সব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, তাঁদের আবার নথি দিতে হবে। অর্থাৎ, সেই সকল ভোটারকে পুনরায় শুনানির জন্য ডাকা হবে।

বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়ায় বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না আগেই জানিয়েছিল কমিশন। এবার সেই মাধ্য়মিকের অ্যাডমিট কার্ডকে হাতিয়ার করেই ভোটারদের শুনানিতে ডাকতে চলেছে তারা। ডিইওদের সিইও দফতর নির্দেশ দিয়েছে, যে সব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, তাঁদের আবার নথি দিতে হবে। অর্থাৎ, সেই সকল ভোটারকে পুনরায় শুনানির জন্য ডাকা হবে।

Published on: Jan 19, 2026 05:54 PM