Nipah Virus in Bengal: নিপায় সংক্রমিত ২ জনের অবস্থা সঙ্কটজনক, কীভাবে সাবধান থাকবেন?
Nipah Virus: গত ১১ জানুয়ারি কল্যাণী এইমস-এর ল্যাবরেটরিতে তাঁদের নমুনায় ভাইরাসের অস্তিত্ব মেলার পর চূড়ান্ত নিশ্চিত হতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পাঠানো হয়েছে। বর্তমানে আক্রান্ত ওই দুই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাঁরা ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
রাজ্যে হানা দিল প্রাণঘাতী নিপা ভাইরাস। বারাসতের এক বেসরকারি হাসপাতালের দুই নার্স এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যমহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। গত ১১ জানুয়ারি কল্যাণী এইমস-এর ল্যাবরেটরিতে তাঁদের নমুনায় ভাইরাসের অস্তিত্ব মেলার পর চূড়ান্ত নিশ্চিত হতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পাঠানো হয়েছে। বর্তমানে আক্রান্ত ওই দুই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাঁরা ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতা ও সচেতনতার ওপর বিশেষ জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর।