Ajit Pawar Death: অজিত পওয়ারের মৃত্যুতে জোরাল হচ্ছে তদন্তের দাবি

| Edited By: জয়দীপ দাস

Jan 28, 2026 | 4:52 PM

Maharashtra Plane Crash: মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশের পাশাপাশি, বিমানটি ভেঙে পড়ার নেপথ্যে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তেরও জোরালো দাবি জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারসহ মোট পাঁচজন। এদিন সকাল পৌনে ন’টা নাগাদ তাঁর চার্টার্ড বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। গোটা ঘটনায় দেশের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া। এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশের পাশাপাশি, বিমানটি ভেঙে পড়ার নেপথ্যে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তেরও জোরালো দাবি জানিয়েছেন তিনি।