Maharashtra Plane Crash: বিমানটি ভেঙে পড়ার সময় জ্বালানি ট্যাঙ্কেও বিস্ফোরণ হয়
Maharashtra Plane crash death: বিমানটি বিকট শব্দে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনার নেপথ্যে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না কিংবা সুরক্ষা সংক্রান্ত প্রোটোকল যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। মুম্বই থেকে বারামতির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এদিন সকাল ৮টা ৪৫ মিনিট দুর্ঘটনার কবলে পড়ল একটি চার্টার্ড বিমান। কুয়াশার জেরে অত্যন্ত কম দৃশ্যমানতার কারণে অবতরণের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে পাইলটের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি বিকট শব্দে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনার নেপথ্যে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না কিংবা সুরক্ষা সংক্রান্ত প্রোটোকল যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Published on: Jan 28, 2026 04:37 PM