দেশ বাঁচাতে জলের ওপর ভাসমান শহর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে Nederlands!

Nov 28, 2025 | 12:41 PM

Netherlands Floating City: সমুদ্রকে সঙ্গী করে যে দেশের বেঁচে থাকা তারা এবার নতুন এক ফন্দি এঁটেছে। একে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। দেখা দিচ্ছে আবাসন সঙ্কট। আবার সমুদ্রের জলস্তরও বাড়ছে ধীরে ধীরে। সেই কারণেই এবার জলের উপর একটা শহর তৈরি করে ফেলেছে তারা।

নেদারল্যান্ডস, ইউরোপের একটা ছোট্ট দেশ। যে দেশের অধিকাংশ জমিই সমুদ্রতলের নীচে। এমনকি এই দেশের বর্তমান জমির ১৭ শতাংশ জমি তারা পুনরুদ্ধার করেছে সমুদ্র ও একাধিক জলাশয় থেকে। একটা তথ্য বলছে, যদি সব ডাচ বাঁধ একসঙ্গে ভেঙে যায় তাহলে সে দেশের ৫০ লক্ষ নাগরিক এল লহমায় ভেসে যাবেন।

সমুদ্রকে সঙ্গী করে যে দেশের বেঁচে থাকা তারা এবার নতুন এক ফন্দি এঁটেছে। একে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। দেখা দিচ্ছে আবাসন সঙ্কট। আবার সমুদ্রের জলস্তরও বাড়ছে ধীরে ধীরে। সেই কারণেই এবার জলের উপর একটা শহর তৈরি করে ফেলেছে তারা।

Published on: Nov 28, 2025 12:41 PM