Ganga Sagar: পৌষ সংক্রান্তির সকাল থেকে চলছে পুণ্য স্নান

| Edited By: জয়দীপ দাস

Jan 14, 2026 | 9:50 AM

Makar Sankranti: কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কপিল মুনির আশ্রমেই ভক্তদের লম্বা ভিড়। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় দেওয়া হচ্ছে বাড়তি নজর। তৎপর পুলিশ। শুধু গঙ্গাসাগর নয়, জেলায় জেলায় চলছে মকর সংক্রান্তির পুণ্য স্নান।

কলকাতা ও গঙ্গাসাগর: পুণ্যভূমে পুণ্যের ডুব। পুণ্য অর্জনে মকর সংক্রান্তিতে মহাসমাগম। ভোর থেকেই লাখো লাখো মানুষের ভিড়ে জমজমাট সাগর সঙ্গম। পৌষ সংক্রান্তির ভোর থেকেই চলছে শাহি স্নান। জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কপিল মুনির আশ্রমেই ভক্তদের লম্বা ভিড়। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় দেওয়া হচ্ছে বাড়তি নজর। তৎপর পুলিশ। শুধু গঙ্গাসাগর নয়, জেলায় জেলায় চলছে মকর সংক্রান্তির পুণ্য স্নান।