Viral Marriage Video: বিয়ের মণ্ডপে ড্রোনে নামছে মালা
ড্রোনের মাধ্যমে বরের হাতে মালা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ড্রোনটি বরের মাথার ওপর অনেকক্ষণ ঘোরাফেরা করে। তাতেই বর রেগে লাল।
বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,বর-কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন। তাদের মালাবদল শুরু হবে। সুন্দর মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলতে ড্রোনের মাধ্যমে বরের হাতে মালা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ড্রোনটি বরের মাথার ওপর অনেকক্ষণ ঘোরাফেরা করে। তাতেই বর রেগে লাল। তিনি জোর করে টেনে ড্রোনটিকে মাটিতে ফেলে দেন। আর মালাটিকে হাতে নিয়ে নেন। বরের এমন কাণ্ড দেখে হতবাক কনের পরিবার। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৪২ হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। বরের এমন ব্য়বহার দেখে অনেকে কমেন্ট করেছেন। কেউ বলেছেন,‘তাবলে বর বিয়ের জন্য় এত তাড়াহুড়ো করবে?’। আর একজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন,’কনের পরিবারের উচির ছিল তখনই বিয়ে থামিয়ে দেওয়া’।