Snake Video: সাপের কারণে অন্ধকার গোটা শহর!

Snake Video: সাপের কারণে অন্ধকার গোটা শহর!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 29, 2023 | 8:59 PM

একটি শহর ডুবে গেছে অন্ধকারে। অনেকেই বুঝতে পারছেন না অন্ধকার হওয়ার কারণ। বিদ্যুৎদপ্তরে শোরগোল পরে গেছে। কেউ বুঝতে পারছেন না বিদ্যুৎ ত্রুটির কারণ। অনেক দক্ষ ইঞ্জিনিয়ররাও বিদ্যুৎ ত্রুটির কারণ বুঝতে পারেননি। হঠাৎ শুনতে পাওয়া গেল 'হিস… হিস…'শব্দ।

একটি শহর ডুবে গেছে অন্ধকারে। অনেকেই বুঝতে পারছেন না অন্ধকার হওয়ার কারণ। বিদ্যুৎদপ্তরে শোরগোল পড়ে গেছে। কেউ বুঝতে পারছেন না বিদ্যুৎ ত্রুটির কারণ। অনেক দক্ষ ইঞ্জিনিয়ররাও বিদ্যুৎ ত্রুটির কারণ বুঝতে পারেননি। হঠাৎ শুনতে পাওয়া গেল ‘হিস… হিস…’শব্দ। তারপর বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র খুলতেই মাথায় হাত কর্তাদের। এই বিদ্যুৎ ত্রুটির জন্য দায়ী একটি সাপ। এই সাপই বিদ্যুৎ বিভ্রাট কারণে। বক্সের ভিতর থেকে বসে আছে একটি সাপ। বিদ্যুৎ সরবরাহকারী কর্তারা খবর দিল বন দফতরকে। বন দফতরের কর্মীরা উদ্ধার করলেন সেই সাপকে। এই ঘটনাটি ঘটেছে টেক্সাস শহরে। আগাছায় ভরে গেছে বিদ্যুৎ দফতরের চারপাশে। সেখানে সাপটি এসে ঢুকে যায় বিদ্যুত সরবরাহকারী যন্ত্রে। গোটা শহরের চলে যায় বিদ্যুত। অনেকেই ভেবেছেন কোন বড়সড় ত্রুটি হয়েছে। শহরের নানা জায়গাতে লোক পাঠানো হয় এই ত্রুটি খোঁজার জন্য। কিন্তু সেভাবে কোন যান্ত্রিক ত্রুটি লক্ষ করা যায়নি।