Daspur Gold Hub: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হবে গোল্ড হাব, কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে জেলাশাসক
চলতি বছরে ১৬ ই ফেব্রুয়ারি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একটি ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে, দাসপুরে গোল্ড হাবের শিলান্যাস করেন । প্রশাসনিকভাবে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফরিদপুরে, গোল্ড হাবের জায়গা চিহ্নিতকরণ করা হয়।
চলতি বছরে ১৬ ই ফেব্রুয়ারি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটি ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে, দাসপুরে গোল্ড হাবের শিলান্যাস করেন । প্রশাসনিকভাবে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফরিদপুরে, গোল্ড হাবের জায়গা চিহ্নিতকরণ করা হয়। বুধবার ফরিদপুরের সেই এলাকা পরিদর্শন করতে আসলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক, খুরশেদ আলী আাদরী, এছাড়াও উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূইয়া থেকে শুরু করে জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা। জানায়ায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-দাসপুরের বেশিরভাগ মানুষই সোনার কাজের উপর নির্ভরশীল, ভিন রাজ্যে কর্মরত রয়েছেন সোনার কাজে প্রচুর মানুষ,সেই কথাকে গুরুত্ব দিয়ে দাসপুরে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে গোল্ড হাব। এদিন জেলাশাসক বলেন দ্রুত গোল্ড হাবের কাজ শুরু হবে।
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

