Top 5 Weather Apps: আবহাওয়ার খবর দেয় এই ৫ অ্যাপ

| Edited By: Tapasi Dutta

Jul 25, 2023 | 8:38 PM

Weather App: IMD মৌসম অ্যাপ ভূ-বিজ্ঞান মন্ত্রনালয় ও আবহাওয়া বিভাগের তৈরি। আবহাওয়ার খুঁটিনাটি সঠিক আপডেট দেয় এই অ্যাপ। আসন্ন আবহাওয়ার সম্পর্কে আপডেটেড থাকুন এই অ্যাপে।

রোদ, ঝড়, বৃষ্টি, তাপ প্রবাহ, তুষারপাত সম্পর্কে আমাদের জানায় আবহাওয়ার পূর্বাভাস। আছে বেশ কিছু অ্যাপ্লিকেশন যাতে তৎক্ষণাৎ পাওয়া যায় এই পূর্বাভাস। IMD মৌসম অ্যাপ ভূ-বিজ্ঞান মন্ত্রনালয় ও আবহাওয়া বিভাগের তৈরি। আবহাওয়ার খুঁটিনাটি সঠিক আপডেট দেয় এই অ্যাপ। আসন্ন আবহাওয়ার সম্পর্কে আপডেটেড থাকুন এই অ্যাপে। স্কাইমেট ওয়েদার দেশের ৭০০০ এর বেশি অটোমেটিক ওয়েদার স্টেশন ও উপগ্রহ ছবি বিশ্লেষণ করে। এর থেকে তৈরি করে পূর্বাভাস। রিয়েল টাইম তাপমাত্রা ও আগামী ৩ ঘণ্টার পূর্বাভাস দেয় স্কাইমেট ওয়েদার। বাতাসের মান এবং বজ্রপাতের সম্ভাবনাও দেখায় এই অ্যাপ। ৪৫ দিন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেয় আকু ওয়েদার। ভারতের প্রতিটি শহরের পূর্বাভাস দেয় আকু ওয়েদার। এতে আছে রিয়েলফিল প্রযুক্তি। অ্যাপেলের অফিসিয়াল ওয়েদার অ্যাপ দ্য ওয়েদার চ্যানেল। রিয়েল টাইম ওয়েদার অ্যালার্ট ছাড়াও ঝড়, বজ্রপাতের সঠিক তথ্য দেয় দ্য ওয়েদার চ্যানেল। এই অ্যাপ দেখায় বাতাসের মান, আপেক্ষিক আর্দ্রতা, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়।