Bangladesh: ‘মাইরা ফেলা হইলেও যাব না’, বাংলাদেশে সূর্য ডুবলেই যা হয়, বলে ফেললেন ওরা

Dec 19, 2025 | 6:39 PM

Bangladesh: এসআইআরে নাম নেই। বাংলাদেশে ফেরারও উপায় নেই। বিক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ। শেখ হাসিনা ভারতে আসার পরও এদের মধ্যে কেউ কেউ ভারতে এসেছেন। আপাতত জোড়া আতঙ্কে রয়েছেন মালদহে বাচামারির বাংলাদেশি কলোনির বাসিন্দারা।

আগুন জ্বলছে বাংলাদেশে। জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে এক ব্যক্তিকে। এই পরিস্থিতিতে মালদহের বাচামারির বাংলাদেশি কলোনির বাসিন্দারা আতঙ্কে।

এসআইআরে নাম নেই। বাংলাদেশে ফেরারও উপায় নেই। বিক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ। শেখ হাসিনা ভারতে আসার পরও এদের মধ্যে কেউ কেউ ভারতে এসেছেন। আপাতত জোড়া আতঙ্কে রয়েছেন মালদহে বাচামারির বাংলাদেশি কলোনির বাসিন্দারা।

ধর্ম হিন্দু। এরা আওয়ামি লিগ করতেন। ঘরবাড়ি সব ছেড়ে দিয়ে চলে এসেছেন এই বৃদ্ধরা। ছেলে-মেয়ে সবাইকে নিয়ে চলে এসেছেন। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা। তাঁরা বলছেন, বাংলাদেশের পরিস্থিতি ভাল নয়। সূর্য ডুবলেই সবাই ঘরের মধ্য়ে ঢুকে যান। তাঁরা বলছেন, ‘আমরা এখানেই থাকব, মাইরা ফেলা হইলেও যাব না’।