IPL 2023: এবার নেট বোলারদের সুযোগ আইপিএল খেলার
বাঁ হাতি জোরে বোলার কুলবন্ত খেজরোলিয়া আইপিএল-২০২৩ এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। গত মরসুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট বোলার ছিলেন। ৩০ বছর বয়সী কুলবন্ত এখন পর্যন্ত ৫টি আইপিএলের ম্যাচ খেলেছেন
আইপিএল শুরুর অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট প্রেমীরা। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস । আইপিএলের নিলামে অনেক ক্রিকেটারই নাম নথিভুক্ত করেছিলেন। প্রত্যেকে দল পাননি। এর মধ্যে কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা গত মরসুমে ছিলেন নেট বোলার। এ বার তাঁদের দেখা যেতে পারে আইপিএলের ম্যাচে খেলতে। বাঁ হাতি জোরে বোলার কুলবন্ত খেজরোলিয়া আইপিএল-২০২৩ এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। গত মরসুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট বোলার ছিলেন। ৩০ বছর বয়সী কুলবন্ত এখন পর্যন্ত ৫টি আইপিএলের ম্যাচ খেলেছেন। অলরাউন্ডার নিশান্ত সান্ধু টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। গত বছর চেন্নাই সুপার কিংস তাঁকে নেট বোলার হিসেবে নিয়েছিল। এ বার নিলামে তাঁকে ৬০ লক্ষ টাকায় কিনেছে সিএসকে। রবীন্দ্র জাডেজার ব্যাকআপ হিসেবে নিশান্ত সান্ধুকে তৈরি করছে ধোনির দল। অতীতে আইপিএলে পার্পল ক্যাপ জিতেছিলেন মোহিত শর্মা। তিনি গত মরসুমে গুজরাট টাইটান্সের নেট বোলার ছিলেন। মোহিতের বোলিং দেখে মুগ্ধ হয়েছে গুজরাট টিম ম্যানেজমেন্ট। মিনি নিলাম থেকে তাঁকে ৫০ লক্ষ টাকায় কিনেছে গুজরাট। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলা মুকেশ কুমার গত বছর অবধি দিল্লি ক্যাপিটালসের নেট বোলার ছিলেন। মুকেশ টিম ইন্ডিয়াতে ডাক পেয়েছিলেন। যদিও ভারতের হয়ে তাঁর এখনও অভিষেক হয়নি। কিন্তু নিলামে ৫.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নেয় দিল্লি। গত বছর চেন্নাই সুপার কিংসের নেট বোলার ছিলেন আইরিশ ফাস্ট বোলার জোশুয়া লিটল। এ বার তাকে ৪.৪ কোটি টাকায় কিনেছে গুজরাট। বর্তমানে তিনি বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি বোলারদের মধ্যে একজন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি হ্যাটট্রিক করেছিলেন।