AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia News: চোরের রাস্তায় বসছে কাঁটা, সীমান্তে জমি গেল কৃষকদের

Nadia News: চোরের রাস্তায় বসছে কাঁটা, সীমান্তে জমি গেল কৃষকদের

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jun 10, 2025 | 9:18 PM

বাংলাদেশে সরকার পরিবর্তন ও পহেলগাঁও সংঘর্ষের পর পাকিস্তানকে কেন্দ্র করে উত্তেজনার আবহে সীমান্ত অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বহুদিন ধরে জমি সংক্রান্ত জটিলতার কারণে কাঁটাতার বসানো অসম্পূর্ণ ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কায় এখন নিজেরাই এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য স্বেচ্ছায় জমি ছেড়ে দিচ্ছেন তাঁরা। এর ফলে […]

বাংলাদেশে সরকার পরিবর্তন ও পহেলগাঁও সংঘর্ষের পর পাকিস্তানকে কেন্দ্র করে উত্তেজনার আবহে সীমান্ত অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বহুদিন ধরে জমি সংক্রান্ত জটিলতার কারণে কাঁটাতার বসানো অসম্পূর্ণ ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কায় এখন নিজেরাই এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য স্বেচ্ছায় জমি ছেড়ে দিচ্ছেন তাঁরা।

এর ফলে বিএসএফ ও জেলা প্রশাসনের দীর্ঘদিনের সমস্যার সমাধান মিলেছে। প্রশাসনের দাবি, গত একমাসে ৯০ শতাংশ জমিজট মিটেছে। স্থানীয়দের মতে, ‘‘এতে গরু চুরি বন্ধ হবে, ফসল রক্ষা পাবে, আমরা নিরাপদে থাকতে পারব।’’

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও পাকিস্তান সংক্রান্ত উত্তেজনা সীমান্তবাসীদের ভাবিয়ে তুলেছে। তাই দেশের সুরক্ষা ও নিজেদের নিরাপত্তার স্বার্থেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন সীমান্তকে কাঁটাতারে ঘিরে ফেলার।

দেখুন ভিডিয়ো।