Coochbehar: SIR-এর কাগজ যাঁরা দেখতে চাইছেন তাঁরা নিজেরাই বাংলাদেশি ও পাকিস্তানি: BJP সাংসদ
তিনি বলেন, "অনন্ত মহারাজের যুক্তি যারা চেয়ারে বসে রয়েছে তারা আমাদের কাগজ দেখতে চাইছেন অথচ তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশী তাহলে আমরা কাগজ কাকে দেখাবো।" আর বিজেপির রাজ্যসভার সংসদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে নিয়ে এখনো মন্তব্যে কার্যত তোলপাড় রাজনীতি।
SIR এর কাগজ যারা দেখতে চাইছেন তারা নিজেরাই বাংলাদেশি ও পাকিস্থানি , বিস্ফোরক বিজেপির রাজ্য সভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত রায়। তিনি বলেন, “অনন্ত মহারাজের যুক্তি যারা চেয়ারে বসে রয়েছে তারা আমাদের কাগজ দেখতে চাইছেন অথচ তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশী তাহলে আমরা কাগজ কাকে দেখাবো।” আর বিজেপির রাজ্যসভার সংসদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে নিয়ে এখনো মন্তব্যে কার্যত তোলপাড় রাজনীতি।
সম্প্রতি SIR এর পক্ষে একাধিক সওয়াল করেছিলেন এই অনন্ত রায় । এমন কি নিজের বাড়িতে মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনায় বসেছিলেন এবং জানিয়েছিলেন SIR হলে ভারতীয় মুসলিমদের কোনো সমস্যা হবে না । কিন্তু হঠাৎ করেই 180 ডিগ্রি ঘুরে তার বক্তব্য নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে ।