ম্যানগ্রোভের আড়ালে ওত পেতে ছিল, সঙ্গীদের চোখের সামনেই মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ
সবে নৌকা থেকে নেমেছেন। সামনে যে বিপদ ওত পেতে বসে রয়েছে বুঝতে পারেননি। কাঁকড়া ধরতে নৌকা থেকে নামতেই এক মৎস্যজীবীকে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্প লাগোয়া সিঁদুরকাটি জঙ্গল এলাকায়। মঙ্গলবার সকালে কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকার নগেনাবাদ গ্রামের বাসিন্দা তাপস হালদার(৪৫) সঙ্গী ধীবর গোপাল পাইক ও নেপাল পাইকের সঙ্গে কাঁকড়া ধরতে নৌকায় চেপে রওনা দিয়েছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের পর। নৌকা থেকে একাই প্রথমে নেমেছিলেন তাপস হালদার। ঠিক সেই সময়েই ম্যানগ্রোভ জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। দুই সঙ্গী ধীবর চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের ধীবররা নৌকা নিয়ে সেখানে চলে আসেন। তাঁরা জঙ্গলের মধ্যে মধ্যে গিয়ে ওই ধীবরের খোঁজ চালান। কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করার পরও তাপসের হদিশ পাননি। ফিরে আসেন গ্রামে। কান্নায় ভেঙে পড়েন তাপসের পরিবার।
সবে নৌকা থেকে নেমেছেন। সামনে যে বিপদ ওত পেতে বসে রয়েছে বুঝতে পারেননি। কাঁকড়া ধরতে নৌকা থেকে নামতেই এক মৎস্যজীবীকে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্প লাগোয়া সিঁদুরকাটি জঙ্গল এলাকায়। মঙ্গলবার সকালে কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকার নগেনাবাদ গ্রামের বাসিন্দা তাপস হালদার(৪৫) সঙ্গী ধীবর গোপাল পাইক ও নেপাল পাইকের সঙ্গে কাঁকড়া ধরতে নৌকায় চেপে রওনা দিয়েছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের পর। নৌকা থেকে একাই প্রথমে নেমেছিলেন তাপস হালদার। ঠিক সেই সময়েই ম্যানগ্রোভ জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। দুই সঙ্গী ধীবর চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের ধীবররা নৌকা নিয়ে সেখানে চলে আসেন। তাঁরা জঙ্গলের মধ্যে মধ্যে গিয়ে ওই ধীবরের খোঁজ চালান। কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করার পরও তাপসের হদিশ পাননি। ফিরে আসেন গ্রামে। কান্নায় ভেঙে পড়েন তাপসের পরিবার।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
