Birbhum News: ছাগলের চারা খাওয়াতেও রাজনীতি!
ছাগলে জমির বেগুনের চারা খাওয়াকে কেন্দ্র করে বিজেপি, তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। আহত রিনা দাসকে প্রথমে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতাল স্থানান্তরিত করা হয়।
ছাগলে জমির বেগুনের চারা খাওয়াকে কেন্দ্র করে বিজেপি, তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ।আহত হয় বিজেপি সমর্থক রিনা দাস সহ বেশ কয়েকজন। আহত রিনা দাসকে প্রথমে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতাল স্থানান্তরিত করা হয়।ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে বীরভূমের সাইথিয়া থানার দেড়পুর গ্রামে। অভিযোগ তৃণমূল সমর্থক পাপিয়া মাল ও তার স্বামী হাবল মাল সহ তাদের বেশ কয়েকজন সমর্থক রড লাঠি নিয়ে রিনা দাস সহ বেশ কয়েকজনের উপর হামলা করে। রিনা দাসকে রড দিয়ে মারধোর করে বলে অভিযোগ ,আহত হয় আরো এক বিজেপি সমর্থক। তাকে পাথর দিয়ে মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রিনা দাসের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ।