SIR in Bengal: শুনানি কেন্দ্রে ঢুকে পড়ল তৃণমূল নেতা! প্রশ্ন করতেই বললেন, ‘তদারকি করতে এসেছি…’

|

Dec 29, 2025 | 10:46 PM

West Bengal SIR: কেন শুনানি কেন্দ্রে বিএলএ-রা ঢুকতে পারবেন না প্রশ্ন তুলেছিলেন অভিষেক। হুঁশিয়ারি দিয়েছিলেন, বাধা দিলে আইনি পথে অগ্রসর হওয়ার। সোমবার বাংলায় এসআইআর শুনানির তৃতীয় দিনে সেই যেন বারংবার ফিরে-ফিরে এল অভিষেকের কথাগুলিই। শুনানি কেন্দ্রে ঢুকে পড়ে 'গা-জোয়ারি' দেখালেন তৃণমূলের বিএলএ-রা।

ভাটপাড়া: ভার্চুয়াল বৈঠক থেকে বার্তা দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। কেন শুনানি কেন্দ্রে বিএলএ-রা ঢুকতে পারবেন না প্রশ্ন তুলেছিলেন অভিষেক। হুঁশিয়ারি দিয়েছিলেন, বাধা দিলে আইনি পথে অগ্রসর হওয়ার। সোমবার বাংলায় এসআইআর শুনানির তৃতীয় দিনে সেই যেন বারংবার ফিরে-ফিরে এল অভিষেকের কথাগুলিই। শুনানি কেন্দ্রে ঢুকে পড়ে ‘গা-জোয়ারি’ দেখালেন তৃণমূলের বিএলএ-রা।

এদিন ভাটপাড়াতে দেখা গিয়েছে এমনই গা-জোয়ারির ছবি। শুনানি কেন্দ্রে তদারকি করতে পৌঁছে গিয়েছিলেন উপপুরপ্রধান। তাঁর সঙ্গে ছিলেন বিএলএ-২। তাঁকে প্রশ্ন করা হয়, কী তদারকি করছেন? তিনি বললেন, ‘সমস্যা সমাধানের জন্য এসেছি।’

Published on: Dec 29, 2025 10:46 PM