AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Banga Dibas: রসগোল্লায় বাংলা দিবস পালন

Paschim Banga Dibas: রসগোল্লায় বাংলা দিবস পালন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 08, 2023 | 6:35 PM

Share

পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের সপক্ষে এবার পথে নামল তৃণমূল,রসগোল্লা বিলিয়ে 'বাংলার মাটি বাংলার জল' গান ধরলেন শ্রীরামপুর পুরসভার জন প্রতিনিধিরা। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিধান সভায় এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তের কথা জানান।

পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের সপক্ষে এবার পথে নামল তৃণমূল,রসগোল্লা বিলিয়ে ‘বাংলার মাটি বাংলার জল’ গান ধরলেন শ্রীরামপুর পুরসভার জন প্রতিনিধিরা। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিধান সভায় এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তের কথা জানান। তার পর থেকে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।বিজেপি এর প্রতিবাদে রাস্তায় নেমেছে।অন্যদিকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিষ্টি মুখ করানোর আয়োজন করে শাসক দল। শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে এদিন সকালে শ্রীরামপুর স্টেশন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের ” বাংলার মাটি বাংলার জল” গানের সাথে পথ চলতি মানুষ কে মিষ্টি মুখ করানো হয়। বাংলা দিবসের সপক্ষে বক্তব্য ও রাখেন তৃনমুল নেতারা।অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগীতশিল্পী রাজকুমার রায় বলেন,মুখ্যমন্ত্রী যেভাবে বাংলা সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরছেন,বাংলার মানুষকে সম্মান জানাচ্ছেন বলার কোনো ভাষা নেই।১ লা বৈশাখ বাংলা দিবস পালন হবে এর থেকে আনন্দের কি হতে পারে। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ সিং বলেন,বাংলা দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাই আমরা সাধারণ মানুষ শিল্পী বুদ্ধিজীবীদের নিয়ে পথে নেমেছি মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন করতে।।