Abhishek Banerjee: অভিষেকের সঙ্গেই ষড়যন্ত্র? কে কপ্টার উড়তে দিল না?

|

Jan 06, 2026 | 6:05 PM

Abhishek Banerjee Helicopter Chaos: মঙ্গলবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল অভিষেকের কপ্টার। কিন্তু ডিজিসিএ-র তরফে অনুমতি না মেলায় গন্তব্যের দিকে রওনা হতে পারেননি অভিষেক। ফ্লাইং ক্লাবেই এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় তাঁকে।

ফের কপ্টার বিভ্রাট! আটকে রইল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মঙ্গলবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল অভিষেকের কপ্টার। কিন্তু ডিজিসিএ-র তরফে অনুমতি না মেলায় গন্তব্যের দিকে রওনা হতে পারেননি অভিষেক। ফ্লাইং ক্লাবেই এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় তাঁকে। পরে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর দেওয়া হেলিকপ্টারে সভায় যান অভিষেক। পুরো ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছে তৃণমূল। যদিও শাসক দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে ডিজিসিএ।