Bardhaman: ছাড়েনি কম্বলটুকুও, রাতের বেলা গৃহস্থের বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়লেন TMC নেতা, জাস্ট দেখুন ভিডিয়োটা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2026 | 10:20 PM

ধৃত অপর জনের নাম আহাদত Msখ। ধৃত দু'জনেই ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শনিবার গুসকরা পৌরসভা এলাকায় সন্ধ্যারাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অবাক করার বিষয়, স্বর্ণালঙ্কার ও নগদের পাশাপাশি চোরেরা কম্বল পর্যন্ত চুরি করে নিয়ে যায়।

গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় পুলিশের জালে শাসক দলের নেতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গুসকরায়। ধৃত তৃণমূল কংগ্রেস নেতার নাম, হাই মল্লিক। হাই মল্লিক গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধৃত অপর জনের নাম আহাদত সেখ। ধৃত দু’জনেই ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শনিবার গুসকরা পৌরসভা এলাকায় সন্ধ্যারাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অবাক করার বিষয়, স্বর্ণালঙ্কার ও নগদের পাশাপাশি চোরেরা কম্বল পর্যন্ত চুরি করে নিয়ে যায়।