বিয়েবাড়ি থেকে ফেরার সময় বাবু মণ্ডলকে গুলি করল কে?
Howrah: বিয়েবাড়ির খাওয়া-দাওয়া সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন বাবু মণ্ডল। শুধুমাত্র পঞ্চায়েত প্রধান নয়, তিনি এলাকার একজন দাপুটে নেতাও। অনুপম রানা নামে এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান।
ভোট আসতে এখনও কয়েকমাস বাকি। তার আগেই রক্তপাত। রাজ্যে ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল। সঙ্গে ছিলেন অনুপম রানা নামে এক ব্যক্তি। তিনিও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন।
তাঁদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বাবু মণ্ডলকে হাওড়ার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। পরে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। দুষ্কৃতীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও সামনে আসছে।