Bayron Biswas: বাবা বিশিষ্ট শিল্পপতি, তাও হিয়ারিংয়ে ডাক বায়রনকে?
Bayron Biswas: বিধায়ক বায়রনকে নোটিস দিতেই শুরু রাজনৈতিক তরজা। আগামী ২৪ জানুয়ারি সামশেরগঞ্জ বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাঁকে। নোটিস পেয়ে বায়রন বলেন, "নির্বাচন কমিশন ছেলেখেলা করছে। ভয় তৈরি করছে। আমার বাবা বিশিষ্ট শিল্পপতি, এলাকায় আমাদের পরিচয় রয়েছে।"
জাকির হোসেনের পর এবার সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসকেও শুনানিতে ডাক। তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক বায়রনকে নোটিস দিতেই শুরু রাজনৈতিক তরজা। আগামী ২৪ জানুয়ারি সামশেরগঞ্জ বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাঁকে। নোটিস পেয়ে বায়রন বলেন, “নির্বাচন কমিশন ছেলেখেলা করছে। ভয় তৈরি করছে। আমার বাবা বিশিষ্ট শিল্পপতি, এলাকায় আমাদের পরিচয় রয়েছে। আমাদেরকেই নোটিস পাঠিয়ে দিল, তা হলে সাধারণের কী অবস্থা ভাবুন! এই সবটাই বিজেপির চক্রান্ত। ওরা আগেই কমিশনকে একটা টার্গেট দিয়ে দিয়েছিল। আমার সমস্ত নথি, পরিচয়পত্র ও রেকর্ড প্রশাসনের কাছে রয়েছে। তারপরেও কেন আমাকে হিয়ারিং লাইনে দাঁড়াতে হবে?”