Abhishek Banerjee: ‘ডিজিটাল যোদ্ধা’দের অভিষেক আজ কী কী বললেন শুনুন

Jan 12, 2026 | 10:46 PM

সেখান থেকে ভোটের আগে তাঁদের পাখি পড়ার মতো তৃণমূল সাংসদ পড়িয়ে দিলেন কী কী করতে হবে আর কী কী করতে হবে না। ভারতীয় সেনা (তিন বাহিনী) ঠিক যে ভাবে যুদ্ধের আগে লড়াই করে, তৃণমূল কর্মীদেরও যে ভোটে সেই ভাবে লড়াই করতে হবে, আজ অভিষেক বুঝিয়ে দিয়েছেন সেই কথাই।

‘এটা একটা যুদ্ধ। হয় জিতব। নয় মরব।’ ছাব্বিশের নির্বাচন যে কোনও অংশেই যুদ্ধের থেকে কম কিছু নয়, তা আরও একবার বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  (Abhishek Banerjee)। সোমবার অভিষেকের তৈরি করা ডিজিটাল যোদ্ধাদের নিয়ে একটি মিটিং ছিল। সেখান থেকে ভোটের আগে তাঁদের পাখি পড়ার মতো তৃণমূল সাংসদ পড়িয়ে দিলেন কী কী করতে হবে আর কী কী করতে হবে না। ভারতীয় সেনা (তিন বাহিনী) ঠিক যে ভাবে যুদ্ধের আগে লড়াই করে, তৃণমূল কর্মীদেরও যে ভোটে সেই ভাবে লড়াই করতে হবে, আজ অভিষেক বুঝিয়ে দিয়েছেন সেই কথাই।