AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saayoni Ghosh: তৃণমূলে মীরজাফর! এ কী কথা বলে দিলেন সায়নী

Saayoni Ghosh: তৃণমূলে মীরজাফর! এ কী কথা বলে দিলেন সায়নী

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jul 13, 2025 | 9:39 PM

Share

তৃণমূল নেতা রাজ্জাক খাঁ-র হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর স্ত্রীর জন্য রাজ্য সরকারের তরফে গ্রুপ ডি-র চাকরির ঘোষণা করা হল। শনিবার নিহতের বাড়িতে গিয়ে এই আশ্বাস দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনার পর শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় চালতাবেড়িয়ায় […]

তৃণমূল নেতা রাজ্জাক খাঁ-র হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর স্ত্রীর জন্য রাজ্য সরকারের তরফে গ্রুপ ডি-র চাকরির ঘোষণা করা হল। শনিবার নিহতের বাড়িতে গিয়ে এই আশ্বাস দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনার পর শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে।

বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় চালতাবেড়িয়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন রাজ্জাক খাঁ। মৃত্যু নিশ্চিত করতে কোপ মারা হয় একাধিকবার।

আজ ভাঙড়ে গিয়ে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, “অভিযুক্ত মোফাজ্জেল তৃণমূলের কেউ নয়।” তাঁর আরও সংযোজন, “শুধু মাস্টারমাইন্ড নয়, যারা ব্রেনওয়াশ করছে তাদেরও ধরতে হবে। তৃণমূলের মীরজাফরদের চিহ্নিত করতে হবে।”
ঠিক কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো।

Published on: Jul 13, 2025 09:34 PM