SIR ইস্যু নিয়ে এবার দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক, কী প্ল্যান তাদের?
SIR in West Bengal: এসআইআর শুরু হওয়ার আগে থেকেই এই ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআরের হিয়ারিংয়ে সাধারণ মানুষের হেনস্থা হচ্ছে- এই ইস্যু নিয়ে দিল্লি যাওয়ার হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মতোই পদক্ষেপ। আগামী ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
এসআইআর শুরু হওয়ার আগে থেকেই এই ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআরের হিয়ারিংয়ে সাধারণ মানুষের হেনস্থা হচ্ছে- এই ইস্যু নিয়ে দিল্লি যাওয়ার হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মতোই পদক্ষেপ। আগামী ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সঙ্গে যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি তারা জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন বলেই সূত্রের খবর।