Work Life Balance: বেশি কাজ করলেই বন্ধ হবে কম্পিউটার!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Feb 17, 2023 | 5:56 PM

সফ্টগ্রিড কম্পিউটার তথ্য প্রযুক্তির সংস্থা তৈরি করেছে নতুন একটি নিয়ম।কর্মীদের নির্ধারিত সময়ের পরই আপনা-আপনি কম্পিউটার বন্ধ হয়ে যাবে।কর্মীরা যাতে অতিরিক্ত সময় অফিসে ব্যয় না করেন, তার জন্যই এই ব্যবস্থা

বর্তমানের ব্যস্ত জীবনে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে কর্ম ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য।অধিকাংশ কর্মীদেরই অফিসে কাজের চাপ এতটাই বেশি যে তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকছে না।সফ্টগ্রিড কম্পিউটার তথ্য প্রযুক্তির সংস্থা তৈরি করেছে নতুন একটি নিয়ম।কর্মীদের নির্ধারিত সময়ের পরই আপনা-আপনি কম্পিউটার বন্ধ হয়ে যাবে।কর্মীরা যাতে অতিরিক্ত সময় অফিসে ব্যয় না করেন, তার জন্যই এই ব্যবস্থা।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সংস্থার নিয়ম।মধ্য প্রদেশে এক কর্মী নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন।ওই কর্মী তাঁর ডেস্কে বসে রয়েছেন, তাঁর সামনে রাখা কম্পিউটারের স্ক্রিনে ‘ওয়ার্নিং’ মেসেজ দেখা যাচ্ছে।ওই ওয়ার্নিং মেসেজে লেখা, ‘আপনার শিফটের সময় শেষ,অফিসের সিস্টেম আগামী ১০ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, প্লিজ বাড়ি যান’।সংস্থায় কাজের সময়ে সুবিধা মতো ঠিক করা এবং হাসি-খুশি একটি কর্ম পরিবেশ তৈরির জন্যই এই নিয়ম।লিঙ্কডইনের এই পোস্ট প্রায় সাড়ে ৩ লক্ষেরও বেশি লাইক পেলেও সংস্থার এই নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।বেশ কয়েকজন যেমন সংস্থার এই নিয়মকে সাধুবাদ জানিয়েছেন, তেমনই অনেকে আবার সমালোচনা করেছেন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla