AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan Mullick, Sreemoyee Chattoraj: কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?

Kanchan Mullick, Sreemoyee Chattoraj: কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?

TV9 Bangla Digital

| Edited By: জয়িতা চন্দ্র

Updated on: Nov 17, 2024 | 1:32 AM

Share

Kanchan Mullick: মেয়ের জন্মের পর প্রথম রাসপূর্ণিমা। তবে আঁতুড় থাকা অবস্থায় এখনই ঠাকুরের আসন ছুঁতে পারছেন না শ্রীময়ী চট্টরাজ। এরই মাঝে শেয়ার করলেন মেয়ের নতুন আপডেট। পুরো নাকি কাঞ্চনের মতো দেখতে হয়েছে কৃষভি। গালগুলো লাল। ভালবেসে বাবা ডাকেন টমেটো বলে।

 

মেয়ের নাম ‘টমেটো’
মেয়ের জন্মের পর প্রথম রাসপূর্ণিমা। তবে আঁতুড় থাকা অবস্থায় এখনই ঠাকুরের আসন ছুঁতে পারছেন না শ্রীময়ী চট্টরাজ। এরই মাঝে শেয়ার করলেন মেয়ের নতুন আপডেট। পুরো নাকি কাঞ্চনের মতো দেখতে হয়েছে কৃষভি। গালগুলো লাল। ভালবেসে বাবা ডাকেন টমেটো বলে।

সমস্যা দিশার বাবা

প্রতারকের কবলে দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। নায়িকার বাবা পেশায় এক জন পুলিশকর্মী। তার পরেও খোয়ালেন ২৫ লক্ষ টাকা। পুলিশের দ্বারস্থ হয়েছে পাটানি পরিবার। ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। চাকরির লোভ দেখিয়ে তাঁর থেকে লক্ষ লক্ষ টাকা নেন প্রতারকরা।

আরাধ্য়ার সম্পত্তির পরিমাণ

১৬ নভেম্বর ১৩ বছরে পা দিল ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। জানেন এই স্টারকিডের সম্পত্তির পরিমাণ কত? তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০০ কোটি। বিলাসবহুল বাড়ি থেকে গাড়ি— কী নেই তার। আরাধ্যার একটি জামার দাম প্রায় ১০ লক্ষ টাকা।

বড় সিদ্ধান্ত নিতে চলেছেন করণ?
ধর্ম প্রযোজনা সংস্থার নাম বদল করতে চলেছেন করণ জোহর? সম্প্রতি এক সাক্ষাৎকারে মজা করে করণ জানান যে তিনি ভাবছেন ধর্ম প্রোডাকশন হাউজের নাম বদলে ফার্মা প্রোডাকশন হাউজ করবেন কিনা!যদিও তা সত্যি কি না, তা স্পষ্ট করেননি প্রযোজক।

বেকায়দায় মিমি

শো করতে গিয়ে যে তাঁকে কখনও এমন পরিস্থিতিরও সম্মুখীন হতে হবে সেটা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রতি বারের মতো এ দিনও দর্শকের মনোরঞ্জনের জন্য পারফর্ম করতে গিয়েছিলেন নায়িকা। স্টেজে উঠেই ঘটল বিপত্তি। জুতো ছিঁড়ে গেল নায়িকার।

হানিমুনে শোহিনী-শোভন
সদ্যবিবাহিত দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। নানা প্রতিবাদ মিছিল কাটিয়ে এবার খানিক একান্তে সময় কাটাতে কোথায় হারালেন জুটি? বিয়ের পর একসঙ্গ পাহাড় সফরে শোভন-সোহিনী। সেখান থেকেই শেয়ার করলেন ছবি। ক্যাপশনে শোভন লিখেছেন, ‘যেখানে সকাল হয় সকালের মতোন’।

সোজাসাপটা জিতু
একসঙ্গে ছবি করেছিলেন শ্রাবন্তী ও জিতু। রটে যায় তাঁরা নাকি প্রেম করছেন। তবে তা অস্বীকার করেছিলেন দু’জনেই। এবার শ্রাবন্তীর সঙ্গে ছবি দিয়ে জিতু লিখলেন, “গসিপ আমাকে ছুঁতে পারে না। ও খুব ভাল মানুষ।”

হতাশ ভারতের ‘কোল্ডপ্লে’ প্রেমীরা!
শনিবার বেলা ১২টা থেকে অনলাইনে শুরু হয়েছিল আমদাবাদে কোল্ডপ্লের কনসার্টের টিকিট। কিন্তু বুকিং শুরু হতেই লক্ষ জনের পিছনে লাইন দিতে হল আগ্রহীদের। ফলে একই রকম হতাশা গ্রাস করল ভারতের ‘কোল্ডপ্লে’ প্রেমীদের। সমাজমাধ্যম তাঁরা প্রকাশ করেছেন সেই হতাশার কথা। কেউ কেউ আবার ক্ষোভপ্রকাশও করেছেন টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে।

উপহারে কী পেলেন মিকা?
পাঞ্জাবি গায়ক মিকা সিং-এর অনুরাগী শুধু এদেশে নয়, বিদেশেও বহু রয়েছেন। সম্প্রতি USA-তে কনসার্ট করতে গিয়েছেন মিকা। সেখানেই এক অনুরাগী বহুমূল্য উপহার দিয়ে বসলেন মিকা সিংকে। মিকাকে উপহারে দিয়েছেন ৩ কোটি টাকা মূল্যের একটি ঘড়ি।

Published on: Nov 16, 2024 10:40 AM