Mimi-Nusrat, Tollywood Gossip: মিমি-নুসরতের বন্ধুত্বে ফাটল, ফের চর্চায় ‘বনুয়া’

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jan 18, 2024 | 10:12 PM

Tollywood Gossip: ‘বোনুয়া’রা আর বোনুয়া নেই, বিগত বেশ কিছু বছর ধরেই টলিউডের ‘ওপেন সিক্রেট’ এটা। টলিউডের দুই সুন্দরী সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান, যারা একে-অপরকে ‘বোনুয়া’ বলে ডাকেন, তাঁদের বন্ধুত্বে চিড় ধরেছে অনেকটাই। না—কথা বলা বন্ধ হয়নি ঠিকই, তবে দু’জনের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। সাংসদ-অভিনেত্রী নুসরত ভুল বোঝাবুঝি মেটানোর জন্য মিমির দিকে হাত বাড়ালেও মিমির দেখা নাই রে, মিমির দেখা নাই!

মিমির দেখা নাই রে!
‘বোনুয়া’রা আর বোনুয়া নেই, বিগত বেশ কিছু বছর ধরেই টলিউডের ‘ওপেন সিক্রেট’ এটা। টলিউডের দুই সুন্দরী সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান, যারা একে-অপরকে ‘বোনুয়া’ বলে ডাকেন, তাঁদের বন্ধুত্বে চিড় ধরেছে অনেকটাই। না—কথা বলা বন্ধ হয়নি ঠিকই, তবে দু’জনের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। সাংসদ-অভিনেত্রী নুসরত ভুল বোঝাবুঝি মেটানোর জন্য মিমির দিকে হাত বাড়ালেও মিমির দেখা নাই রে, মিমির দেখা নাই!

আক্ষেপ নবনীতার
২০২৩ ভর নবনীতা দাস ও জিতু কামালের বিবাহ বিচ্ছেদের খবর শিরোনামে জায়গা করে নিয়েছিল। মাঝেমধ্যেই দুই স্টারের পোস্টেই তাই নজর রেখে চলেছে নেটিজ়েনরা। এবার মন খারাপের পোস্ট নবনীতার সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ কী হল তাঁর? নাহ, সম্পর্কের জন্য নয়, বরং শেষ হল তাঁর ধারাবাহিক বিয়ের ফুল। সেটে দাঁড়িয়েই তাই আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী।

আবারও ট্রোল্ড পার্নো
বেশ কিছুদিন ধরেই সমুদ্র সৈকত থেকে তোলা হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অভিনেত্রী পার্নো মিত্র। ভক্তরা তাঁর লুকের প্রশংসা করলেও এক শ্রেণি কটাক্ষ করতে পিছপা হচ্ছে না। নেটপাড়া আরও একবার তীব্র আক্রমণ করল অভিনেত্রীকে, একজন লিখলেন, ‘নোংরামি না করে অভিনয় করুন’।

TRPতে কী হল?
আরও এক বৃহস্পতিবার। আবারও বাংলা সিরিয়ালের রেটিং-এর তালিকা প্রকাশ্যে। গত সপ্তাহে প্রথম স্থানে নেই ‘নিম ফুলের মধু’। বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে ওই ধারাবাহিক। রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ‘জগদ্ধাত্রী, ফুলকি ও গীতা এলএলবি’। ‘অনুরাগের ছোঁয়া ‘ রয়েছে পঞ্চম স্থানে। সূর্য-দীপা ভক্তদের বেজায় মন খারাপ!

ফের সম্পর্ক ভাঙল আমিরের
নিজের থেকে বয়সে অনেক ছোট অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আমির খানের। দু’জনে, বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘দঙ্গল’ ছবিতেও। আমিরের কন্যা ইরার বিয়েতে অনুপস্থিত ছিলেন ফাতিমা। সেখান থেকেই আরও বেশি জোরাল হয়েছে তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন।

আরবাজ়ের ভালবাসা
৪২ বছরে পা দিলেন অভিনেতা আরবাজ় খানের দ্বিতীয় স্ত্রী সুরা খান। একটি ছবি পোস্ট করে নতুন বউকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন আরবাজ়। লিখেছেন, তাঁর মত করে কেউ নাকি আরবাজ়কে হাসাতে পারেন না।

বিস্ফোরক মনোজ
সম্প্রতি মনোজ বাজপেয়ীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। যেখানে সিক্স প্যাকে ধরা দিয়েছিলেন অভিনেতা। টানা ২ সপ্তাহ পর মনোজ খোলসা করলেন, ওই ছবি আসল নয়। ছবিটি মর্ফ করা হয়েছিল তাঁর ওটিটি সিরিজ ‘কিলার স্যুপ’-এর জন্য। তাঁর ফিগার মোটেও এমনটা নয়। শুনে রীতিমত অবাক নেটপাড়া।

দুর্ঘটনার মুখে পূজা
ভয়ানক দুর্ঘটনার মুখে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে তাঁর বাড়িতে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী ও তাঁর পরিবার। বড় কোনও ক্ষতি হয়নি। এই নিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টও করেছেন পূজা। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে।

বাগদান হচ্ছে না রশ্মিকা-বিজয়ের
কথা ছিল মার্চ মাসে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বাগদান হবে। কিন্তু তা নাকি আর হচ্ছে না। দুই তারকার বিয়েতে অনীহা। বর্তমানে কেরিয়ারই মন বসিয়েছেন জুটি। সিনেপাড়া সূত্রে খবর, বিয়ের সিদ্ধান্ত নিলেও সানাই বাজতে এখন বেশ কিছুটা সময় বাকি।