Sreemoyee Chattoraj-Kanchan Mullick: ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি, লিখলেন কী?

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Nov 08, 2024 | 10:51 PM

Pinky Banerjee: এক সপ্তাহ হল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সন্তানের জন্মের পর থেকে কম বিতর্ক হয়নি। এবার প্রকাশ্যে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি। তিনি লিখলেন, "আরও একটা নতুন চ্যালেঞ্জ"।

 

পিঙ্কির বার্তা

এক সপ্তাহ হল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। বাবা হয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সন্তানের জন্মের পর থেকে কম বিতর্ক হয়নি। এবার প্রকাশ্যে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি। তিনি লিখলেন, “আরও একটা নতুন চ্যালেঞ্জ”।

প্রকাশ্যে দীপিকা-রণবীরের মেয়ে

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বাবা হয়েছেন রণবীর সিং। মা-মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর গত দু’মাসে ক্যামেরার সামনে দেখা যায়নি নায়িকাকে। অবশেষে দেখা গেল তারকা দম্পতির এক মাত্র মেয়ে দুয়াকে। মুখ দেখা যায়নি যদিও। কাঁথায় মুড়ে সদ্যোজাতকে নিয়ে মুম্বই ছাড়লেন তাঁরা।

আবার সলমনকে হুমকি

আবার হুমকি সলমন খানকে। একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান। এবারও হুমকি দিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। বৃহস্পতিবার মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকি বার্তা আসে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিগত কয়েক বছর ধরেই জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সলমন খান।

নাম নিয়ে মিথ্যাচার
ওটিটি প্ল্যাটফর্মে সৌরভ দাসের বিপরীতে অভিনয়ের জন্য নায়িকা দরকার, তার জন্য নাকি দিতে হবে মোটা টাকা। এমনই এক বিজ্ঞাপনে ছয়লাপ সামাজিক মাধ্যম। এই মর্মে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে মাথায় হাত তাঁর! বললেন, “টাকা নিয়ে কাউকে যে সুযোগ দেওয়া হয় না, এটা মানুষ কবে বুঝবেন?”

রাহুল-আথিয়ার সুখবর
জল্পনা শুরু হয়েছিল এই বছরের মাঝামাঝিই। সে সময় যদিও দু’জনেই ছিলেন স্পিক্টি নট। তবে অবশেষে মিলল উত্তর। ভারতীয় ক্রিকেট দুনিয়ার নক্ষত্র কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি জানিয়ে দিলেন বাবা-মা হচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, কবে আসবে সন্তান তাও জানিয়ে দিলেন তাঁরা। জানালেন আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই দুই থেকে তিন হচ্ছেন তারকা দম্পতি।

গোমূত্র পান অভিনেত্রীর
প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছেন অভিনেত্রী সোনালী সেহগল। এই সময় নিজেকে সুস্থ রাখতে এক বিশেষ ধরনের পানীয়কে সঙ্গী করেছেন তিনি। খাচ্ছেন গোমূত্র ও গোবর মিশ্রিত এক পানীয়। সোনালী জানিয়েছেন, এই পানীয় নাকি তাঁকে সুস্থ থাকতে সাহায্য করছে।

কবে দেখা যাবে মেয়ের মুখ
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের সদ্যোজাত শিশুকন্যাকে নিয়ে অনুরাগীদেরও আগ্রহের অন্ত নেই। কিন্তু কবে দেখা যাবে সেই ছোট্ট ‘কৃষভি’কে? শ্রীময়ী বলেন, ‘এখন তো ও খুবই ছোট। আর বাড়ির কিছু নিয়ম আছে। তবে নিশ্চয় সকলকে দেখাব। তবে ও আরেকটু বড় হোক।’

বহুরূপীর সাফল্য
গত মাসে, পুজোর ঠিক মুখে ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বহুরূপী। দেখতে দেখতে সেই ছবির মুক্তির একমাস পেরিয়ে গেল। আর এই এক পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি নতুন রেকর্ড গড়ল এই ছবি। এই এক মাসে রেকর্ড সংখ্যক দর্শক দেখেছেন এই ছবি। ১ মাসের মধ্যে, ১০ লক্ষেরও বেশি মানুষ দেখলেন বহুরূপী। সকলকে অনেক অনেক ধন্যবাদ।

আসছে নতুন চমক
ভূতের গল্প আসছে, তাও রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা গল্প অবলম্বনে। ৬৩ বছর পর আবার এই গল্পকে ভিত্তি করে আসছে বাংলা ছবি। এবারও মণিহারার সঙ্গে থাকবে আরও দুই গল্প। কিন্তু সেগুলো হবে ভূতের গল্প। কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায় এই ভৌতিক ছবিটি তৈরি করছেন।