AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Banerjee, Tollywood: গুরুতর অসুস্থ রচনা বন্দোপাধ্যায়! বাতিল করলেন সব অনুষ্ঠান?

Rachana Banerjee, Tollywood: গুরুতর অসুস্থ রচনা বন্দোপাধ্যায়! বাতিল করলেন সব অনুষ্ঠান?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Oct 31, 2024 | 11:46 PM

Share

Tollywood: আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। আগামী দুদিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী তথা সাংসদ। এই খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তবে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে অভিনেত্রী তথা সাংসদের তরফে।

অসুস্থ রচনা

আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। আগামী দুদিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী তথা সাংসদ। এই খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তবে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে অভিনেত্রী তথা সাংসদের তরফে।

হতাশ মৈনাক

মাত্র ৩ মাসেই বন্ধ হতে চলেছে ‘কাজল নদীর জলে’ সিরিয়ালটি। ত্রিকোণ প্রেমের কাহিনি সে ভাবে টিআরপি তালিকায় জায়গ করে নিতে পারেনি বলেই কি এই সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের? অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় খানিকটা হতাশ। এই সিরিয়ালে মৈনাক ছাড়াও দেখা গিয়েছিল অরুণিমা হালদার এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।

ভাইরাল কাঞ্চন

পুজোর পর থেকে একের পর এক চমক যেন এসেই চলেছে। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বার বার বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে ভাইরাল অভিনেতার নিকষ ছায়ার লুক।

প্রেমে পড়েছেন সারা

আলোচনার কেন্দ্রবিন্দুতে সারা আলি খান। শোনা যাচ্ছে, প্রেমে পড়েছেন নায়িকা। চারিদিকে গুঞ্জন কোনও অভিনেতা নন, নেতার ছেলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। শুরু হয়েছে বিপুল চর্চা। তবে এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা।

বছর শেষেও মিঠুন
পুজোর ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বাংলা ছবির পোস্টার। দু’মাসের ব্যবধানে আরও একবার বড় পর্দায় মিঠুন চক্রবর্তীর উপস্থিতির ইঙ্গিত। বছরশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। কালীপুজোর দিনই নির্মাতারা ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন।

বরুণের মেয়ের নাম
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল গত জুন মাসে তাদের প্রথম সন্তানের স্বাগত জানিয়েছিলেন। একরত্তির বয়স এখন পাঁচ মাস। অবশেষে তাঁদের কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন বরুণ। মেয়ের তাঁরা নাম রেখেছেন লারা ধাওয়ান। অমিতাভ বচ্চনের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-তে হাজির হয়েই এ কথা ফাঁস করলেন বরুণ।

 

বহুরূপীতে মুগ্ধ প্রসেনজিৎ
পুজোর বক্স অফিসে অন্যদের টেক্কা দিয়ে এক নম্বরে শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’। আবিরকে ছাপিয়ে এই ছবির লাইমলাইট কেড়ে নিয়েছেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির বক্স অফিস কালেকশন দেব-সৃজিতের টেক্কার চেয়ে কয়েক লক্ষ যোজন এগিয়ে বহুরূপী। এবার ছবির পরিচালক তথা অভিনেতা শিবপ্রসাদকে শাহরুখের সঙ্গে তুলনা করে প্রশংসায় মাতলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

বক্স অফিসে মুখোমুখি দেব-শুভশ্রী
জল্পনা ছিলই, কালীপুজোর সকালে জল্পনায় সিলমোহর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এই ডিসেম্বরেই মুক্তি পাবে পরিচালকের আসন্ন ছবি ‘সন্তান’। অন্যদিকে সব ঠিক থাকলে দেবের খাদানও বড়দিনেই মুক্তি পেতে চলেছে। এর ফলে আবারও চ্যালেঞ্জের মুখে দেব-শুভশ্রী। দর্শক কাকে এগিয়ে রাখেন, তার উত্তর দেবে সময়।

 

৪ বছর পর জলসায় উষসী
চার বছর ছোটপর্দায় ফিরছেন ঊষসী রায়, গত মাসেই সামনে এসেছিল এই খবর। অবশেষে অপেক্ষার অবসান। কালীপুজোর দিনই সামনে এল ঊষসীর আসন্ন মেগার প্রথম ঝলক। যা নিয়ে রীতিমতো হইচই নেটপাড়ায়। বলেছিলেন এখনই সিরিয়ালে ফিরবেন না, তবে হঠাৎ কেন মতবদল অভিনেত্রীর? টলিপাড়ায় উঠছে প্রশ্ন।