Tomato In Space: কেন মহাকাশে শুকিয়ে গেল টম্যাটো?
মহাকাশে এক মহাকাশচারী ফলিয়েছিলেন অনেক সব্জি। তার মধ্যে হঠাৎই অদৃশ্য হয়ে যায় টম্যাটো। বাকি সব্জি একইরকম, মহাকাশে টম্যাটো নিয়ে কী সমস্যা হয়?
মহাকাশে সফল ভাবে চাষ হয়েছে লেটুস, বাঁধাকপি, কালে, সর্ষে ও জিনিয়া ফুল। টমেটো চাষের গবেষণা চলছে। ২০২২ এ একটি গবেষণা চলছিল। সেই গবেষণায় দুটি ছোট্ট টমেটো ফলান ফ্র্যাঙ্ক রুবিও । কিন্তু মহাকাশচারী রুবিওর ফলানো সেই টমেটোগুলি হারিয়ে যায়।
মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিও একটি জিপলক ব্যাগে ভরে রেখেছিলেন ওই টমেটো দুটি। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করছিলেন ১৭% আর্দ্রতায় সংরক্ষণ করলে কী প্রভাব পড়ে টমেটোর ওপরে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে হঠাৎই উধাও হয়ে যায় সেই টমেটোগুলি। প্রায় এক বছর পর ২০২৩এর ১৪ ডিসেম্বর খুঁজে পাওয়া যায় সেই টমেটো।
দেখা যায় ওই জিপ লক ব্যাগেই আছে তারা। তবে টমেটো দুটো একেবারে চুপসে গিয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন শুকনো টমেটোয় কোনও ছত্রাক কিংবা জীবাণু তৈরি হয়নি।