Digha: একা যুবতী ডুবে যাচ্ছে দিঘায়, তারপর…
দিঘার উত্তাল সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যেতে থাকা এক মহিলা পর্যটক যুবতী উদ্ধার হলো নুলিয়াদের তৎপরতায়। ঘটনা নিউ দিঘার মেরিনা ঘাটের। যুবতী একাই ছিলেন বলে খবর। তাই তিনি স্নানে নেমে দুর্ঘটনায় পড়েছিলেন নাকি তাঁর আত্মহত্যার উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট হয়নি। ওই যুবতীর নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে […]
দিঘার উত্তাল সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যেতে থাকা এক মহিলা পর্যটক যুবতী উদ্ধার হলো নুলিয়াদের তৎপরতায়। ঘটনা নিউ দিঘার মেরিনা ঘাটের। যুবতী একাই ছিলেন বলে খবর। তাই তিনি স্নানে নেমে দুর্ঘটনায় পড়েছিলেন নাকি তাঁর আত্মহত্যার উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট হয়নি। ওই যুবতীর নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবতী। উদ্ধারের পর থেকে হাসপাতালে নিয়ে আসা পর্যন্তও তাঁর সঙ্গে কেউ না আসায় আদৌ তাঁর সঙ্গী ছিলেন কি না, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিস। তাছাড়া ওই যুবতীর কাছে পরিচয় উদ্ধারের মতো কোনওকিছু পাওয়া যায়নি এখনও। জানা গিয়েছে, প্রতিকূল আবহাওয়া থাকায় কোমর জলের উপর স্নানের প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে দিঘায়। তাৎসত্ত্বেও এদিন স্নানে নেমে সটান গভীরে নেমে যান ওই পর্যটক যুবতী। আচমকা ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যেতে থাকেন। রীতিমতো হাবুডুবু খেতে থাকেন।
নুলিয়ারা ঘটনাটি দেখে প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে ওই যুবতীকে। তারপর বাইকে চাপিয়ে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। সুস্থ হলে ওই যুবতীর পরিচয় উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন পুলিস আধিকারিকরা। দেখুন ভিডিয়ো