Sunken Temple Treasure: গুপ্তধনের হদিশ!
ভুমধ্যসাগরে খোঁজ মিলল ডুবে থাকা মন্দিরের। সেখান থেকে উদ্ধার কোটি কোটি টাকার গুপ্তধন। এখানে রয়েছে সোনা ও রুপোর নানা অলঙ্কার। প্রত্নতাত্ত্বিকদের দাবি, এই উপাদান থেকে নানা জানা যাবে অজানা তথ্য। দেবালয়টি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোডিও।
ভুমধ্যসাগরে খোঁজ মিলল ডুবে থাকা মন্দিরের। সেখান থেকে উদ্ধার কোটি কোটি টাকার গুপ্তধন। এখানে রয়েছে সোনা ও রুপোর নানা অলঙ্কার। প্রত্নতাত্ত্বিকদের দাবি, এই উপাদান থেকে নানা জানা যাবে অজানা তথ্য। দেবালয়টি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোডিও। তাঁর নেতৃত্বে আবুকির উপসাগরে যায় ডুবুরিদের দল ।
মন্দিরে ভেতরে খোঁজ পাওয়া যায় কাঠের তৈরি কোষাগার। সেখানে সোনা ও রুপোর অলঙ্কার সাজানো ছিল। ডুবুরিদের দল সেই গুপ্তধন উদ্ধার করেন । প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এই মন্দিরটি ভেঙে পড়ে। প্রাচীন মিশরীয় দেবালয়ের ব্যাপারে নানা তথ্য পাওয়া গিয়েছে। গোডিওয়ের মতে, এটি মন্দির বানানো হয় প্রায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে। এখানে ছিল কাঠের স্থাপত্যশৈলী। যা দেখতে খুবই সুন্দর ছিল।