Abhishek Banerjee: ২০২১-এর থেকে ২০২৬-এ তৃণমূলের আসন বাড়বে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Abhishek Banerjee: অভিষেক বলেন, দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের ঘাঁটি।এই জায়গা থেকে কর্মসূচি শুরু করলাম। কালীঘাট জন্মভুমি হলে, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। পরিবর্তনের চাকা এই জেলা ঘুরিয়েছিল। তাই এই জেলাকে বেছে নিয়েছি। ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে। যা আগে পেয়েছে তৃণমূল। তার চেয়ে অন্তত একটা আসন বেশি পাবে।
বারুইপুর: বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় নামল জনতার ঢল। আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল যে জয়ের ব্যাপারে নিশ্চিত তা ফের একবার শোনা গেল অভিষেকের মুখে। স্পষ্ট বললেন, ২০২১-এর থেকে ২০২৬-এ তৃণমূলের আসন একটা হলেও বাড়বে। অভিষেক বলেন, দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের ঘাঁটি।এই জায়গা থেকে কর্মসূচি শুরু করলাম। কালীঘাট জন্মভুমি হলে, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। পরিবর্তনের চাকা এই জেলা ঘুরিয়েছিল। তাই এই জেলাকে বেছে নিয়েছি। ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে। যা আগে পেয়েছে তৃণমূল। তার চেয়ে অন্তত একটা আসন বেশি পাবে।

